Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার ঐতিহ্য

হযরত মাওলানা মোঃ শামছুল হুদা পাঁচবাগী (র.)

গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নে জন্মে ছিলেন মরহুম হযরত মাওলানা মোঃ শামছুল হুদা পাঁচবাগী (র.) বিশিষ্ট ইসলামী চিন্তাবিধ ও ধর্ম প্রচারক (উপমহাদেশের প্রখ্যাত আলেম)। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম যোদ্ধা। তিনি ১৯৩৭ সন হতে ১৯৫৪ সন পর্যন্ত তদকালিন আইন সভার সদস্য ছিলেন। গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নে মৌলভী ক্বারী রেয়াজ উদ্দিন সাহেব ১৯২১ সালে পাঁচবাগ আলিয়া মাদ্রাসা স্থাপন করেন। মাদ্রাসা সংলগ্ন তিন ওষ্ঠব বিশিষ্ট একটি পাকা মসজিদ নির্মাণ করেন। সূর্য লাল বিশিষ্ট পুর্ব দেয়ালে ৩টি দরজা ও পশ্চিম দেয়ালে একটি দরজা আছে। গম্ভুজের উপরিভাগে কলসি সুদৃশ্য ফিনিয়েল নির্মিত হয়েছে ও পদ্মপাপড়ি দ্বারা সাজানো হয়েছে। মরহুম হযরত মাওলানা মোঃ শামছুল হুদা পাঁচবাগী (র) নিয়মিত ভাবে নামাজ পড়তেন এ মসজিদে । এই মসজিদের এক পাশে মরহুম হযরত মাওলানা মোঃ শামছুল হুদা পাঁচবাগী (র) সাহেবের রওজা শরীফ রয়েছে । 

 

লাফা বেগুনঃ

লাফা বেগুন এর জন্য বিখ্যাত গফরগাঁও উপজেলা। সমগ্র বাংলাদেশ তথা অন্যান্য দেশেও এই লাফা বেগুন ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছে। লাফা বেগুন দেখতে অনেকটা গোল ও ফুটবল আকৃতির হয়ে থাকে।